September 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 11th, 2023, 7:34 pm

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

ফাইল ছবি

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে চিকিৎসা কেন্দ্র ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের তিন নেতা-কর্মীর বিরুদ্ধে।

তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান সিদ্দিকী কাব্য, আতিক আরমান ও সালমান অহিন। তারা সবাই ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী।

ইবি মেডিকেল সেন্টারের চিকিৎসক ওয়াহিদুর রহমান মিল্টন ইউএনবিকে বলেন, বুকে ব্যথা নিয়ে কাব্যসহ আরও দু’জন তার কাছে আসেন। চিকিৎসা নেওয়ার ১০ মিনিট পর কাব্য তার সঙ্গে দুর্ব্যবহার করেন।

তিনি আরও জানান, সেসময় কাব্য ‘মদ্যপ’ ছিলেন এবং তার কাছে অ্যাম্বুলেন্স চেয়েছিলেন।

পরে ওই তিন শিক্ষার্থী মেডিকেল সেন্টারে ভাঙচুর করে অ্যাম্বুলেন্স চালককে কুষ্টিয়া শহরে নিয়ে যেতে বাধ্য করেন।

মঙ্গলবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক এম আলমগীর হোসেন ভূঁইয়া ও প্রক্টর অধ্যাপক এম শাহাদাত হোসেন আজাদ মেডিকেল সেন্টারটি পরিদর্শন করেন।

প্রক্টর বলেন, মেডিকেল সেন্টার ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০২২ সালের ২৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান লঙ্ঘনের দায়ে কাব্বোকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

—-ইউএনবি