ইসলামী ব্যাংক বাংলাদেশের চলমান সংকট নিরসনে স্বতন্ত্র পরিচালক দিয়ে পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এস আলম গ্রুপের সঙ্গে জড়িত ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সংস্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়ে অবিলম্বে পরিবর্তন বাস্তবায়নের নির্দেশ দিয়েছে।
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদ। তার সঙ্গে স্বতন্ত্র পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আবদুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সাবেক অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. আব্দুস সালাম।
এই সংস্কারের মাধ্যমে ইসলামী ব্যাংকের সাত বছরের নিয়ন্ত্রণে এস আলম গ্রুপের ক্ষমতার অবসান ঘটল। গ্রুপটির বিরুদ্ধে ঋণের নামে ব্যাংকটি থেকে প্রায় ৭৫ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে রয়েছে। ২০১৭ সালে ব্যাংকটির মালিকানা গ্রহণ করার পর এই গোষ্ঠীর প্রভাব দৃঢ় হয়। যার ফলে ব্যাপক আর্থিক শোষণের শিকার হয় ব্যাংকটি।
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম তার বড় ছেলে আহসানুল আলমকে সদ্য বিলুপ্ত পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিলেন।
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। আর্থিক স্থিতিশীলতার লক্ষ্যে বিশেষ স্বার্থ রক্ষায় উভয় ব্যাংকই তদন্তের আওতায় ছিল।
ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ উল্লেখযোগ্য উদ্বেগ সৃষ্টি করেছিল। বিশেষ করে গ্রুপটি ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার কিনেছিল, যা আইনের লঙ্ঘন। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কোনো একক ব্যক্তি, পরিবার বা গোষ্ঠী ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ারের মালিক হতে পারে না। এই নিয়মকে উপেক্ষা করে এস আলম গ্রুপ ২৪টি প্রতিষ্ঠানের মাধ্যমে ১৩১ কোটি ৮৯ লাখ ১২ হাজার ১৬৫টি শেয়ার অধিগ্রহণ করে।
পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ইসলামী ব্যাংকে তাদের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে।
—–ইউএনবি
আরও পড়ুন
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বিদ্যুৎ উৎপাদনকারীদের কাছে বিপিডিবির বকেয়া পরিশোধে নতুন বন্ড ইস্যুর কথা ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের