September 21, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 7th, 2021, 8:46 pm

ইয়েমেনি সেনাদের ‘ডেয়ারিং অভিযান’

অনলাইন ডেস্ক :

সৌদি আরবের গভীর অভ্যন্তরে দুঃসাহসিক অভিযান চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। সৌদি আরব ও তার মিত্ররা দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর কয়েক বছর ধরে যে বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে তার পাল্টা পদক্ষেপ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি গত সোমবার শেষ বেলায় জানিয়েছেন, তার দেশের সশস্ত্র বাহিনী সৌদি আরবের গভীর অভ্যন্তরে ব্যাপকভিত্তিক হামলা চালিয়েছে। তিনি বলেন, অভিযানের ব্যাপারে বিস্তারিত তথ্য-চিত্র খুব শিগগিরই প্রকাশ করা হবে। এদিকে, সৌদি আরব দাবি করেছে, রাজধানী রিয়াদ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশাইত শহরের ওপর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তাদের সেনা বাহিনী। ব্রিগেডিয়ার জেনারেল সারিয়ি জানান, মার্কিন-সৌদি আগ্রাসনের জবাব হিসেবে এই পাল্টা অভিযান চালানো হয়েছে। ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব এবং তার কয়েকটি আরব দেশ ইয়েমেনের ওপরে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে; তাতে সব ধরনের অস্ত্র সহায়তা দিয়েছে আমেরিকা। পার্সটুডে