October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 31st, 2021, 8:46 pm

ইয়েমেনে বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ, নিহত ১২

অনলাইন ডেস্ক :

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনের বিমানবন্দরের কাছে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। গত শনিবারের বিস্ফোরণে আহত হয়েছেন আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর দ্য গার্ডিয়ানের। এডেনে ঊর্ধতন সরকারি কর্মকর্তাকে লক্ষ্য করে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ছয়জন নিহত হওয়ার তিন সপ্তাহের মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো। বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, গত শনিবার বিমানবন্দরের প্রবেশদ্বারের বাইরে একটি ট্রাকে বিস্ফোরণ হয়েছে। ওই ট্রাকের ভেতরে পেট্রোলিয়াম পণ্য আনা হয়েছিল। বিস্ফোরণটি বেশ শক্তিশালী ছিল এবং পুরো শহর থেকেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আশেপাশের বেশ কিছু ভবনের জানালা ভেঙে পড়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন, বিস্ফোরণে ১২ বেসামরিক নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহতও হয়েছেন। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।