November 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 5th, 2024, 7:48 pm

ঈদুল ফিতর উপলক্ষে বিমানের অতিরিক্ত ফ্লাইট

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য বিগত বছরগুলোর মতো এবারও অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার (৫ মার্চ) বিমানের বিক্রয় ও বিপণন অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের ঈদকে কেন্দ্র করে রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন্সগুলো ঢাকা-রাজশাহী, ঢাকা-সৈয়দপুর ও ঢাকা-বরিশাল রুটে ১২টি করে ফ্লাইট পরিচালনা করেছে এবং ঢাকা-যশোর রুটে ছয়টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করেছে।

এ বছর অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ৪০টি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।

তবে যাত্রীদের আসনের প্রাপ্যতা ও চাহিদার উপর নির্ভর করে টিকিটের দাম বাড়তে পারে।

বিভিন্ন রুটে মূল ভাড়ায় ১৫ থেকে ২৫ শতাংশ ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে বিমানের।

অফারটি চলবে রমজান মাসের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত।

বর্তমানে (গ্রীষ্ম মৌসুম) অভ্যন্তরীণ বিভিন্ন রুটে প্রতি সপ্তাহে ১৮৩টি ফ্লাইট পরিচালনা করছে বিমান।

এর মধ্যে- ঢাকা-চট্টগ্রাম রুটে সপ্তাহে সর্বোচ্চ ৪১টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

—-ইউএনবি