October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 4th, 2023, 8:06 pm

ঈদে আসছে ‘ফিমেল ৩’

অনলাইন ডেস্ক :

ব্যাটারি গলিতে ব্যতিক্রম কিছু যুবকের বাস। কেউ সারাক্ষণ ড্যান্স নিয়ে ব্যস্ত, কারও মনোযোগ বডি বিল্ডিংয়ে; আবার কারও মধ্যে ডিশ ও ইন্টারনেট লাইন নিয়ে ঝামেলা। এসবের মধ্যে হঠাৎ এক সুন্দরী নারীর আগমন। অতঃপর তাকে ঘিরে আরও বড় গ্যাঞ্জাম! এরকম গল্পে দুটো নাটক ইতোপূর্বে প্রচার হয়েছে। এগুলো হলো ‘ফিমেল’ ও ‘ফিমেল ২’। কাজল আরেফিন অমি পরিচালিত নাটক দুটি বিপুল দর্শকপ্রিয়তা পেয়েছিল। নাটকগুলোর ভিউ যথাক্রমে ২৩ মিলিয়ন ও ১৮ মিলিয়ন। দর্শকের এই আগ্রহের কথা মাথায় রেখে ফের ব্যাটারি গলির গল্প সাজালেন অমি। হ্যাঁ, আসছে ‘ফিমেল ৩’।

আসন্ন ঈদুল আজহায় বঙ্গ-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। আগের মতো এই পর্বেও থাকছেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সুমন পাটোয়ারী, লামিমা লাম, শিমুল শর্মা প্রমুখ। নতুন ভূমিকায়ও পাওয়া যাবে কয়েকজনকে। নাটকটির গল্প প্রসঙ্গে কিছুটা ধারণা দিলেন নির্মাতা অমি। বললেন, ‘ব্যাটারি গলিতে আর আগের মতো গ্যাঞ্জাম নেই। এলাকায় ঘটে যাওয়া দুটো বড় ঘটনা থেকে শিক্ষা নিয়ে সবাই সিদ্ধান্ত নিয়েছে, ফিমেল (নারী) নিয়ে তারা আর কোনো ঝামেলায় জড়াবে না। বিয়ে করে সংসারী হওয়ার সিদ্ধান্ত নেয় এতিম আকবর ও কুত্তা মিজান।

কিন্তু এখান থেকেই ফের ঝামেলা শুরু হয়। কে আগে বিয়ে করবে, তা নিয়ে শুরু হয় প্রতিযোগিতা, লড়াই। এরপর নানারকম মজার কা-। এভাবেই এগোবে এবারের গল্প।’