September 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 29th, 2022, 7:56 pm

ঈদে ক্লাব ইলেভেনের চার নাটক

অনলাইন ডেস্ক :

ঈদ উল ফিতর উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান ক্লাব ইলেভেন নির্মাণ করেছে ৪টি নাটক। হালের আলোচিত নির্মাতারা নির্মাণ করেছেন এই নাটকগুলো। এগুলোতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় সব তারকা অভিনেতা-অভিনেত্রী। শিহাব শাহীন নির্মাণ করেছেন ‘ভাঙ্গা পুতুল’ ও ‘কমলা রঙের রোদ-২’ শিরোনামের নাটক দুটি। এগুলো রচনা করেছেন ডাক্তার জাহান সুলতানা। ‘ভাঙা পুতুল’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, তাসনিয়া ফারিন, খালেকুজ্জামান প্রমুখ। ‘কমলা রঙের রোদ-২’ নাটকটিতে দেখা যাবে তাহসান ও তাসনিয়া ফারিনের অভিনয়। কাজল আরেফিন অমির নির্মাণে থাকছে ‘ব্যাড বাজ’। এতে অভিনয় করেছেন সাফা কবির, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, পারসা ইভানা, সাইদুর রহমান পাভেল, শরাফ আহমেদ জীবন প্রমুখ। রুবেল হাসান নির্মাণ করেছেন অসাধারণ ভালোবাসার গল্পে নির্মিত নাটক ‘এক জনমে ভালোবেসে’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূরসহ আরও অনেকে। মোশনরক এন্টারটেইনমেন্ট এর সার্বিক তত্বাবধায়নে নির্মত এই নাটকগুলোর নির্বহী প্রযোজনার দায়িত্বে ছিলেন মাসুদুল হাসান। ঈদে ‘ক্লাব ইলেভেন’ ইউটিউব চ্যানেলে প্রচার হবে নাটকগুলো। প্রযোজক আকবর হায়দার মুন্না জানান, ‘মানুষের জীবনে ঘটে যাওয়া প্রেম-বিরহ, প্রাপ্তি-অপ্রাপ্তি, মায়া-মমতা, দায়িত্ব এবং দায়বদ্ধতার মিশেলে নির্মিত হয়েছে এই নাটকগুলো। তিনি আশা প্রকাশ করছেন, নাটক গুলো দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।’