November 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 12th, 2023, 8:05 pm

ঈদে জমবে নব্বই দশকের চার নায়কের আড্ডা

অনলাইন ডেস্ক :

আর কদিন পরই পবিত্র ইদুল ফিতর। এবারে ঈদে ‘ইত্যাদি’তে নব্বই দশকের জনপ্রিয় চার নায়কের আড্ডা দেখা যাবে। বাংলাদেশ টিভি নাটকের স্বর্ণযুগের প্রভাবশালী নায়ক শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, মীর সাব্বির ও শাহরিয়ার নাজিম জয়। যারা এখনও নাটক-সিনেমায় অভিনয়ে-নির্মাণে নিজেদের নিয়মিত রেখেছেন। এই চার নায়ক এবার একই মঞ্চে হাজির হতে যাচ্ছেন। তাদের আড্ডার আয়োজন করেছেন টিভি ব্যক্তিত্ব হানিফ সংকেত। এই চার নায়ককে ঘিরে ছন্দে-সুরে করা ব্যতিক্রমী আড্ডা দেখা যাবে। সদ্য শুটিং শেষ হওয়া এই আড্ডায় সংগীতশিল্পী না হয়েও এই তারকারা প্রত্যেকেই উৎসাহের সঙ্গে নিজেরাই গেয়েছেন! হানিফ সংকেত তাদের মাধ্যমে এই অসম্ভবকে সম্ভব করিয়েছেন। পর্বটিতে শিল্পীদের কণ্ঠে ছিল এই সময়ের একটি বিষয়কে নিয়ে আতংকের কথা। কিন্তু কি সেই আতংক, যার কারণে শিল্পীরাও ভীত হলেন! এই আতংকের কারণ জানা যাবে ঈদের পরদিন প্রচারিতব্য ঈদ ‘ইত্যাদি’তে। এবারের ‘ইত্যাদি’তে অংশ নিয়েছেন আরেক টিভি নায়ক-নির্মাতা জাহিদ হাসানও। তবে তিনি সতীর্থদের সঙ্গে আড্ডা নিয়ে মুখোমুখি হয়েছেন দর্শকদের। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।বরাবরের মতো ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।