September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 25th, 2023, 7:54 pm

ঈদে দেখা যাবে অপূর্ব-সাবিলার ‘শেষ বসন্ত’

অনলাইন ডেস্ক :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি আয়োজন করেছে সাত দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। সেই আয়োজনে থাকছে ‘শেষ বসন্ত’ শিরোনামে নাটক। জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর অভিনীত নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রাকেশ বসু। নাটকের গল্পে দেখা যাবে- জিয়াউল হক অপূর্ব অন্ধকারে রেললাইনের উপর একটা জ্বলন্ত সিগারেট টানতে টানতে কেমন যেন অন্যমনস্ক হয়ে যান।

তার কানে ভেসে আসে অসম্মানজনক কিছু শব্দ। এতে সে অস্থির হয়ে ওঠে। পরে দূর থেকে ট্রেনের হুইসেল শুনতে পেয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে ট্রেনের দিকে আগাতে থাকে। উল্টোদিক থেকে ট্রেনের আলোটাও বড় হতে থাকে, এমন সময় দেখে সাবিলা নূর দৌড়ে রেললাইনের উপর এসে ট্রেনের দিকেই ছুটে চলেছে। অপূর্ব বুঝতে পারে মেয়েটা কিছু একটা করতে যাচ্ছে। অপূর্ব দৌড়ে গিয়ে ট্রেন আসার বেশ আগেই সাবিলাকে ধরে ফেলে। তারপর একটানে রেললাইন থেকে নীচে নামিয়ে নিয়ে আসে। বাকীটা দেখতে চোখ রাখতে ঈদে এনটিভির পর্দায়।