December 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 18th, 2022, 7:53 pm

ঈদে ফিরছে ছায়াছন্দ

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ টেলিভিশনের চলচ্চিত্র বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ থাকছে এবার ঈদে। বেশ কিছুদিন বন্ধ থাকার পর দর্শক নন্দিত এ আয়োজন আবারও ফিরছে পর্দায়। ঈদের বিশেষ এ অনুষ্ঠান সাজানো হয়েছে চলচ্চিত্রের জনপ্রিয় ৭টি গান নিয়ে। যার উপস্থাপনায় থাকছেন ক্লোজআপ ওয়ান তারকা ও সংগীত পরিচালক এইচ এম রানা। রানা বলেন, ‘ছায়াছন্দ অনুষ্ঠানটি দীর্ঘ চার দশক ধরে জনপ্রিয়। প্রজন্মের পর প্রজন্ম এ আয়োজনটি হয়ে আসছে। তবে বেশ কিছুদিন ধরেই এটি বন্ধ বলে প্রযোজক আমাকে জানিয়েছেন। নতুন পরিকল্পনা অনুযায়ী এটি আবার পর্দায় ফিরছে। এখন থেকে নিয়মিতই এখানে আমাকে উপস্থাপনায় দেখা যাবে।’ উপস্থাপনার পাশাপাশি এর গ্রন্থনাও করেছেন রানা। এটি প্রযোজনায় আছেন সৈয়দা ফারহানা হাসান। ঈদের আয়োজনে রাখা হচ্ছে শীর্ষ তারকাদের গান। এদের মধ্যে থাকছেন শাকিব খান-বিদ্যা সিনহা মিম (আমার প্রাণের প্রিয়া), ফেরদৌস ও পপি (রানীকুঠির বাকি ইতিহাস), মাহফুজ আহমেদ-শাওন-জাহিদ হাসান (শ্রাবণ মেঘের দিন), চঞ্চল চৌধুরী-ফারহানা মিলি (মনপুরা), শাকিব খান-বিন্দু (এই তো প্রেম), সালমান শাহ-মৌসুমী (দেনমোহর), রিয়াজ-পূর্ণিমা (মনের মাঝে তুমি)। অনুষ্ঠানটি বিটিভির ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় তৃতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে।