অনলাইন ডেস্ক :
ঈদে মুক্তি প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে ছিল প্রিয়তমা, সুড়ঙ্গ, প্রহেলিকা, অন্তর্জাল, লাল শাড়ি, রিভেঞ্জ, ক্যাসিনো! এগুলোর মধ্যে সর্বাধিক আলোচনা তৈরি করেছে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ ও নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’। এই দুই ছবি এতই আলোচনায় যে সেই তুলনায় অন্য ছবি নিয়ে মাতামাতি অনেকটা মলিন! এরমধ্যে মুক্তি চূড়ান্ত থাকলেও শেষ সময়ে এসে দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ ও এমডি ইকবাল পরিচালিত বুবলী ও রোশান অভিনীত ‘রিভেঞ্জ’ সিনেমা দুটি মুক্তির তালিকা থেকে সরে গেছে। গুঞ্জন শোনা যাচ্ছিলো, হল না পাওয়ায় ছবি দুটি সরে গেছে। তবে ছবি সংশ্লিষ্টরা বলছেন অন্যকথা। ‘অন্তর্জাল’ সিনেমায় আছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহা, মোহাম্মদ আলী হায়দার ও রওনক হাসান। তিন তরুণের বুদ্ধিভিত্তিক উদ্ভাবন আর সাইবার হামলা নিয়ে এক কল্পিত দুনিয়ার বাস্তব লড়াই দেখা যাবে ‘অন্তর্জাল’ সিনেমায়।
‘অন্তর্জাল’ ছবি সংশ্লিষ্টরা বলছেন, ভিএফএক্স’র কাজ বাকি থাকায় ছবিটি ঈদে আসবে না। মুক্তি পেতে পারে ঈদের তিন সপ্তাহ পরে অর্থাৎ ২১ জুলাই। ‘রিভেঞ্জ’ পরিচালনা করছেন এমডি ইকবাল। এক সাক্ষাৎকারে তিনি জানান, ঈদে ডিপজলের ছবি মুক্তি পাবে। তার অনুরোধে তিনি ‘রিভেঞ্জ’ মুক্তি দিচ্ছেন না। এমডি ইকবাল বলেন, তাকে (ডিপজল) আমি অভিভাবক মনে করি। তার সঙ্গে যেন ক্ল্যাশ না হয় এজন্য তার অনুরোধে মুক্তি দিচ্ছি না। তবে নাম প্রকাশ না করার শর্তে ঈদের সিনেমা পরিবেশনার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঈদে সিঙ্গেল ও মাল্টিপ্লেক্সগুলোতে দাপট দেখাতে পারে সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’। সেই সঙ্গে আলোচনা সৃষ্টি করতে পারে আফরান নিশো অভিনীত ছবি ‘সুড়ঙ্গ’। মূলত এই দুই ছবিতেই সিনেমা হল মালিক ও বুকিং এজেন্টরা বেশী আগ্রহী হচ্ছেন। এমনকি সিনেপ্লেক্সগুলোতেও শাকিব-নিশোর ছবিগুলো সর্বাধিক শো পাওয়ার কথা শোনা যাচ্ছে। এ কারণে সিনেমা হল সংশ্লিষ্টদের অন্য ছবি নিয়ে আগ্রহ তুলনামূলক কম! তাই মুক্তি চূড়ান্ত থাকলেও ব্যবসায়িক দিক বিবেচনায় নিজেদের ছবি সরিয়ে নিচ্ছেন।
আরও পড়ুন
বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্য দিবেন তামিম
কন্যাসন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর
বিলিয়নিয়ার হলেন সেলেনা গোমেজ