অনলাইন ডেস্ক :
প্রতি ঈদে শাকিব খানের একাধিক সিনেমা মুক্তি পায়। শুধু কি প্রেক্ষাগৃহে? প্রেক্ষাগৃহের পাশাপাশি টেলিভিশনে ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে শাকিব খানের পাঁচ সিনেমা। বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা টিভিতে বর্ণিল ঈদ আয়োজনে থাকছে ঈদের সাতদিনে ৭টি নতুন সিনেমাসহ ১৪টি বাংলা সিনেমা। বাংলাদেশে এই প্রথম কোনো স্যাটেলাইট টেলিভিশনে একসাথে ঈদে সাতটি সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলা টিভির হেড অব অপারেশনস অ্যান্ড ডিজিটাল মার্কেটিং জাহিদ হাসান অভি, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হকসহ অনেকে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সাতটি সিনেমা ছাড়াও থাকছে জনপ্রিয় তারকাদের সাথে ঈদ আড্ডা, থাকছে সাত পর্বের ধারাবাহিক নাটক ও সাতটি একক নাটক। সাতটি নতুন সিনেমার মধ্যে ঈদের দিন প্রচারিত হবে শাকিব খান অভিনীত সিনেমা ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘চিটাগাইংগ্যা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘রংবাজ’, ‘অহঙ্কার’, ‘আমি তোমার হতে চাই’, ‘মনে রেখো’। দুপুর ২টা ও রাত ১০টা ৩০ মিনিটে সিনেমাগুলো প্রচারিত হবে।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ