October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 29th, 2022, 7:45 pm

ঈদে ৮ দিন বন্ধ থাকবে সিলেটের তামাবিল স্থলবন্দর

ফাইল ছবি

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটের তামাবিল স্থলবন্দর দিয়ে শুক্রবার থেকে আট দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমসের উপ-কমিশনার (স্থল শুল্ক স্টেশন) শাহেদ আরেফিন জাহেদি।

তিনি জানান, তামাবিল স্থলবন্দরের মাধ্যমে বাণিজ্য কার্যক্রম ২৯ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত স্থগিত থাকবে। স্থলবন্দরের কার্যক্রম ৭ মে থেকে পুনরায় চালু হবে।

তবে স্থলবন্দর ও শুল্ক স্টেশনের দাপ্তরিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

—ইউএনবি