অনলাইন ডেস্ক :
দুই প্রজন্মের জনপ্রিয় দুই চলচ্চিত্র তারকা। একজন আশির দশক থেকে চলচ্চিত্র মাতিয়েছেন। উপহার দিয়েছেন বহু হিট সুপারহিট সিনেমা। তিনি ইলিয়াস কাঞ্চন। বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আরেক তারকা অপু বিশ্বাস। শাকিব খানের নায়িকা হিসেবে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এখনো কাজ করে যাচ্ছেন সিনেমায়। ইলিয়াস কাঞ্চন ও অপু বিশ্বাস কখনো একসাথে কাজ করেননি। তাদের এবার একসাথে দেখা যাবে বিটিভির ঈদ আড্ডায়। বাংলাদেশ টেলিভিশনের ঈদ আড্ডায় অংশ নিয়েছেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাদের সঙ্গে থাকবেন নির্মাতাসালাহউদ্দিন লাভলু। মামুন মাহমুদের প্রযোজনায় এটি প্রচারিত হবে ঈদের দিন দুপুর ১২টা ১৫ মিনিটে। আড্ডায় উঠে এসেছে এ তারকাদের কর্মজীবন ও ব্যক্তিজীবনের নানান গল্প। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নুসরাত জান্নাত রুহী।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ