October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 12th, 2022, 5:57 pm

ঈশ্বরগঞ্জে গলায় বাঁশ ঢুকে স্কুল ছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ (ঈশ্বরগঞ্জ) :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গলায় বাঁশ ঢুকে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ওই দূর্ঘটনাটি ঘটেছে উপজেলার লাটিয়ামারি বাজারে।
জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নে ভাটিচর নওপাড়া গ্রামের মোঃ আক্তারুজ্জামান শরাফতের একমাত্র পুত্র সিয়াম (১৪) নিজ বাড়ি হতে মোটরসাইকেল যোগে উচাখিলা স্কুল এন্ড কলেজে যাওয়ার পথে লাটিয়ামারি বাজারে টমটম থেকে বাঁশ নামানোর সময় দ্রুত বেগে মোটরসাইকেল নিয়ে বাঁশের সাথে ধাক্কা খায়। এসময় সেই বাঁশের একটি অংশ গলায় ঢুকে গিয়ে সিয়াম গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, দূর্ঘটনার বিষয়টি শুনেছি। তবে এবিষয়ে এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#