October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 21st, 2021, 8:26 pm

ঈশ্বরগঞ্জে গ্রেনেড হামলার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ

সাইফুল ইসলাম তালুকদার :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২১আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শহরে কালো পতাকা প্রদর্শন, বিক্ষোভ মিছিল বের করা হয়। শনিবার বিকেলে মিছিল শেষে নেতা কর্মীরা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভার আয়োজন করে।

ছাত্রলীগ কর্মী রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দরা বলেন, ২০০৪ সালে ২১ আগস্ট আওয়ামীলীগের কেন্দ্রীয় দলীয় কার্যালয়ের সামনে খুনী চক্ররা জনসভায় বোমা হামলা চালিয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা চালিয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে ঘৃণ্য বোমা হামলা সফল করতে পারেনি ঘাতক চক্র। এই জঘন্যতম বোমা হামলায় জড়িত তারেক রহমানসহ আসামীদের ফাঁসির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট হাবিবুল্লাহ মিলন, বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন কামাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রবি, উপজেলা যুবলীগের সাবেক সদস্য শামছুল আলম, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক, যুবনেতা মাহেন্দ্র মোহন মাধব, ইউপি যুবলীগের সাবেক সভাপতি আজিজুল হক ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ।