October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 9th, 2022, 8:34 am

ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ (ঈশ্বরগঞ্জ) :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে র‍্যালি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে কালীবাড়ি রোড থেকে একটি র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ি এসে শেষ হয়।

উপজেলা যুবদলের সাবেক আহব্বায়ক মোস্তাফিজুর রহমান জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক উপজেলা যুবদলের সভাপতি একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য এএমডি রাকিবুল আলম রতনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান, শফিকুল ইসলাম মিন্টু, রফিকুল ইসলাম, আশিকুর রাজ্জাক ভুঁইয়া উজ্জ্বলসহ ময়মনসিংহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।