October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 5th, 2022, 5:13 pm

ঈশ্বরগঞ্জে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র, ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বৃক্ষ বিতরণ করা হয়। এরপর বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন স্থানীয় সাংসদ ফখরুল ইমাম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আবু হানিফ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির ভূইয়া, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী প্রমুখ।