জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সু-শাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে জ্যৈষ্ঠের মধু মিলন উৎসব পালিত হয়েছে। শুক্রবার উপজেলার শৈলী কিন্ডার গার্টেনে এ মধু মিলন উৎসব পালিত হয়। সুজন সদস্যদের কাছ থেকে সংগৃহীত মৌসুমি মধু ফল আম জাম কাঁঠাল কলা করমচা লিচু তালের শাঁস তরমুজ পেয়ারা পেঁপে ইত্যাদি ফলের সমারোহের বর্ণাঢ্য আয়োজনে বিপুল আনন্দ উদ্দীপনার মাধ্যমে মধু মিলন উৎসব পালন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও ফল খাওয়ার পাশাপাশি সদস্যদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
ক্রীড়া প্রতিযোগিতায় নারী ও পুরুষ দলের বিজয়ীদের মাঝে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়। এছাড়াও লটারির মাধ্যে ম্যান অফ দ্যা-ডে নির্বাচিত হন সুজন সদস্য আনোয়ারুল হক খোকা।
উপজেলা সুজনের যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজুর সঞ্চালনায় সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সুজনের এলাকা সমন্বয়কারী এএনএম নাজমুল হোসাইন। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সুজন সম্পাদক প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার, সদস্য অলক ঘোষ ছোটন, হাবিবুর রহমান শাহীন প্রমূখ।
ঈশ্বরগঞ্জে সুজনের জ্যৈষ্ঠের মধু মিলন উৎসব পালিত

আরও পড়ুন
১০২০ যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় ছুটল প্রথম ট্রেন
বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত
নোয়াখালীতে সিএনজি ও ট্রাক সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু