জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :
ঈশ্বরগঞ্জ পৌরবাজারের মহিলা সুপার মার্কেটের ৫ টি দোকানের মালামাল আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে পৌর বাজারের মহিলা সুপার মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন আলম, হাবিবুর, আব্দুল হক, আব্দুল আউয়াল ও সাইফুল ইসলাম। ক্ষতিগ্রস্থদের মাঝে সাইফুল ইসলাম গরম কাপড় ও আতর ব্যবসায়ী বাকি চারজন সু-স্টোরের মালিক। অগ্নিকান্ডের খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ও নান্দাইল ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিস সূত্রে জানা যায় এই অগ্নিকান্ডে প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে। কিন্তু ব্যবসায়ীদের দাবী তাদের ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। নিকট জলাধার না থাকায় ও সরু রাস্তার কারনে গাড়ি প্রবেশ করতে না পারায় এবং দোকানে তালা লাগানো থাকার কারনে আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হওয়ায় সারা মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে এ ক্ষতি সাধিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন ও ঈশ্বরগঞ্জ পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্থদের আর্থিক সাহায্যের আবেদন করার জন্য আহবান জানান । অগ্নিকান্ডের কারন ও পরবর্তী করণীয় সম্পর্কে প্রতিবেদন প্রদানের জন্য ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইন চার্জকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন
যমুনা সেতুতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩
ভেঙে পড়েছে খুমেকের চিকিৎসা সেবা, রোগীরা ভোগান্তিতে
এটুআইয়ের অপ্রয়োজনীয় প্রকল্প দ্রুত বাদ দিন: উপদেষ্টা নাহিদ