October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 12th, 2022, 6:52 pm

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝি গুলিবিদ্ধ

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার বালুখালী ময়নারঘোনার রোহিঙ্গা ক্যাম্প-৯ এর এক হেড মাঝিকে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত মোহাম্মদ হোসেন ওই ক্যাম্পের মোহাম্মদ মিয়ার ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, রাতে কয়েকজন দুর্বৃত্ত হেড মাঝি মোহাম্মদ হোসেনকে গুলি করে। এসময় তিনটি গুলি করা হয় তাকে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে।

এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছেন ওসি।

—ইউএনবি