November 2, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 22nd, 2022, 8:07 pm

উজ্জীবিত মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু করতে যাচ্ছে ক্রোয়েশিয়া

অনলাইন ডেস্ক :

আগামীকাল বুধবার দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় বিকেল৪টায় আল-খোরের আল-বায়াত স্টেডিয়ামে উজ্জীবিত মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে ক্রোয়েশিয়া। গ্রুপ-এফ’এ আরেক শক্তিশালী দল বেলজিয়াম থাকায় গত আসরের রানার্স-আপ ক্রোয়েশিয়ার লক্ষ্য শুরু থেকেই নিজেদের শক্তিমত্তার পরিচয় দেয়া। একইদিন শেষ ম্যাচে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে গ্রুপের অপর দুই দল বেলজিয়াম ও কানাডা। ২০০০ সালের পর এর আগে পাঁচবারের প্রচেষ্টায় চার বারই মরক্কো বিশ্বকাপের মূল পর্বে খেলতে ব্যর্থ হয়েছে। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে মরক্কোর একমাত্র মূল পর্বে খেলার অভিজ্ঞতা হয়েছিল। ঐ আসরে গ্রুপ পর্বের তিন ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছিল দলটি। কিন্তু রেকর্ড যাই বলুক না কেন আফ্রিকান দলটি কোনভাবেই হার মানেনি। পর্তুগালের কাছে ১-০ গোলে পরাজিত হবার পর স্পেনের সাথে ৯০ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকেও ইনজুরি টাইমে গোল হজম করে ইতিহাসের অন্যতম বড় অঘটনের খুব কাছে গিয়েও ব্যর্থ হয়। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেবার পর আফ্রিকান নেশন্স কাপে শেষ ১৬’র পার করলেও কোয়ার্টার ফাইনালে মিশরের কাছে অতিরিক্ত সময়ের গোলে ২-১ ব্যবধানে পরাজিত হয়ে বিদায় নেয়। কিন্তু এবার তারা পাঁচ ম্যাচে অপরাজিত থেকে আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপ খেলতে এসেছে। প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা, চিলি ও জর্জিয়ার বিপক্ষে জয়ী হআর পর সেপ্টেম্বরে প্যারাগুয়ের সাথে গোলশুন্য ড্র করেছে। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২২তম স্থানে থাকা দলটিকে নিয়ে কোচ ওয়ালিদ রেগ্রাগুইও দারুন আত্মবিশ্বাসী। ইতোমধ্যেই তিনি সতর্ক করেছে গ্রুপ পর্ব থেকে ক্রোয়েশিয়া ও বেলজিয়ামকে উপরে উঠতে হলে কষ্ট করতে হবে। এদিকে চার বছর আগে ফাইনালে ফ্রান্সের কাছে ৪-২ গোলে পরাজিত হওয়ার হতাশা এখনো কাটিয়ে উঠতে পারেনি ক্রোয়েশিয়া। ঐ ম্যাচের পর বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে ক্রোয়েটরা। অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়া এবং চার বছর আগে প্রত্যাশার থেকে বেশী প্রাপ্তি ইউরো ২০২০’এ শেষ ১৬ থেকে বিদায় হওয়া ক্রোয়েশিয়াকে বাড়তি অনুপ্রেরনা যোগাচ্ছে। সম্প্রতি উয়েফ নেশন্স লিগে চারটি ম্যাচে জয়ী হয়েছে জøাটকো ডালিচের দল। এর মধ্যে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে একটি জয় রয়েছে। ডেনমার্ক ও অস্ট্রিয়ার বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে যোগ্য দল হিসেবেই গ্রুপের শীর্ষস্থান দখল করে নেশন্স লিগে ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। ইউরো ২০২০’এ স্পেনের কাছে ৫-৩ গোলে পরাজয়ের পর ক্রোয়েশিয়া ১৬ ম্যাচে মাত্র একটিতে হারের স্বাদ পেয়েছে। অস্ট্রিয়ার বিপক্ষে নেশন্স লিগে জুনে ৩-০ গোলে সর্বশেষ তারা পরাজিত হয়েছিল। সৌদি আরবকে ১-০ গোলে পরাজিত করে বিশ্বকাপে প্রস্তুতিটা ভালই সেড়ে নিয়েছে ক্রোয়েটরা। ম্যাচ শেষের আট মিনিট আগে আন্দ্রেজ ক্রামারিচ জয়সূচক গোলটি করেন। জর্জিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে ৩-০ গোলের জয়ের দলটির উপরই কার্যত আস্থা রাখতে চাচ্ছেন মরক্কোর কোচ রেগ্রগুই। তবে মধ্যমাঠে ফিরতে পারেন সোফিয়ান আমরাবাত। লেফট-ব্যাকে অবশ্যই থাকবেন নুসির মাজরাউই। রাইট-ব্যাক হিসেবে আচরাফ হাকিমিতো রয়েছেনই। তারকা এই ডিফেন্ডারকে নিয়ে মরক্কো বাড়তি অনুপ্রেরণা পেতেই পারে। মধ্যমাঠে অধিনায়ক রোমেইন সাইসের সাথে আরো রয়েছেন নায়েফ আগুয়ের্ড। তাদের সহযোগিতা করতে রয়েছেন ইউসেফ এন-নেসরি ও হাকিম জিয়েচ। অন্যদিকে সেপ্টেম্বরে অস্ট্রিয়ার বিপক্ষে জয়ী দলটির উপরই ভরসা করার আভাষ দিয়েছেন ডালিচ। মধ্যমাঠে লুকা মড্রিচ ও মাতেও কোভাচিচের সাথে রাইট-ব্যাকে জোসিপ স্টানিসিচ মূল একাদশে খেলবেন। আক্রমনভাগে ব্রুনো পেটকোভিচ ও ক্রামারিচের মধ্যে কে মূল দলে থাকবেন সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে।