October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 1st, 2022, 6:44 pm

উন্মুক্ত বেবিবাম্প নিয়ে ক্যামেরাবন্দি রিহানা

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো মা হচ্ছেন ক্যারিবিয়ান গায়িকা রিহানা। সোমবার রাতে প্রেমিক র‌্যাপার এস্যাপ রকির সঙ্গে নিউ ইয়র্কে ক্যামেরাবন্দি হন রিহানা। সেখানেই তাঁর উন্মুক্ত বেবিবাম্প চোখে পড়ে, যা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। গোলাপি জ্যাকেট পরা রিহানা ছিলেন ভীষণ প্রাণবন্ত। রকি ও রিহানাকে হাতে হাত ধরে হাঁটতে দেখা যায়। এ সময় রিহানার কপালে চুমু খান রকি। এটিই হতে যাচ্ছে এই প্রেমিক যুগলের প্রথম সন্তান। যদিও মা হওয়া নিয়ে তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। ২০২০ সালে ‘ভোগ’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রিহানা বলেছিলেন, সামনের এক দশকে তিন থেকে চার সন্তানের মা হতে চান।

কিন্তু সঙ্গী হিসেবে ‘পারফেক্ট’ কাউকে পাননি। সে বছরের জানুয়ারিতে ধনাঢ্য ব্যবসায়ী হাসান জামেলের সঙ্গে সম্পর্ক ভেঙে যায়। ২০২০ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের বন্ধু র‌্যাপার রকির সঙ্গে প্রেম শুরু হয়। তাদের সম্পর্ক নিয়ে রকি ২০২১ সালে ‘জি কিউ’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রিহানার সম্পর্ককে ‘এক জীবনের প্রেম’ বলে অভিহিত করেন। একই সাক্ষাৎকারে বাবা হওয়ার বাসনার কথাও জানান তিনি, ‘আমি অসম্ভব ভালো বাবা হব। ’ বার্বাডোজের গায়িকা রিহানা শুধু গান নয়, ব্যবসায়ী হিসেবেও সফল। গেল বছরই প্রথম গায়িকা হিসেবে বিলিয়নেয়ার হয়েছেন। ২০২০ সালে বার্বাডোজের প্রধানমন্ত্রী তাকে দেশটির ‘জাতীয় বীর’ উপাধি দেন। অন্যদিকে র‌্যাপার রাকিম অ্যাথেলাস্টন মেয়ার্স, যিনি এস্যাপ রকি নামে পরিচিত, জনপ্রিয় মার্কিন গায়ক ও অডিও প্রযোজক। এ পর্যন্ত জিতেছেন তিনিটি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড। সূত্র : পেজ সিক্স।