October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 21st, 2021, 8:17 pm

উন্মুক্ত হলো মসজিদে নববী

অনলাইন ডেস্ক :

করোনা পরিস্থিতি সামলে উঠে দীর্ঘদিন পর ফের মসজিদে নববী সবার জন্য উন্মুক্ত করে দিলো সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, মসজিদে নববী সফরের জন্য বিদেশিদের আর পূর্বানুমতির প্রয়োজন হবে না। যেকোনো মুসলমান ইবাদতের জন্য প্রবেশ করতে পারবেন। খবর- আল আরাবিয়া। মসজিদে নববী সফরকারীদের এখন থেকে ইটমারনা অ্যাপে আবেদন করতে হবে না। তবে সফরকারী ব্যক্তি দুই ডোজ টিকা দেওয়া ও টিকা নেয়ার ১৪ দিন পার করার প্রমাণ দিয়ে তাওয়াক্কালনা অ্যাপে আবেদন করতে হবে বলে সৌদির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সেদেশের সংবাদপত্র ওকাজ। সৌদি প্রেস এজেন্সি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডাটা ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কর্তৃপক্ষের সহযোগিতায় হজ ও ওমরা মন্ত্রণালয় এমন একটি সেবা চালুর ঘোষণা দিয়েছে, যাতে আবেদন করে বিদেশিরা ওমরা ও মক্কা-মদিনায় নামাজ আদায়ের অনুমতি চাইতে পারবেন।