অনলাইন ডেস্ক :
করোনা পরিস্থিতি সামলে উঠে দীর্ঘদিন পর ফের মসজিদে নববী সবার জন্য উন্মুক্ত করে দিলো সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, মসজিদে নববী সফরের জন্য বিদেশিদের আর পূর্বানুমতির প্রয়োজন হবে না। যেকোনো মুসলমান ইবাদতের জন্য প্রবেশ করতে পারবেন। খবর- আল আরাবিয়া। মসজিদে নববী সফরকারীদের এখন থেকে ইটমারনা অ্যাপে আবেদন করতে হবে না। তবে সফরকারী ব্যক্তি দুই ডোজ টিকা দেওয়া ও টিকা নেয়ার ১৪ দিন পার করার প্রমাণ দিয়ে তাওয়াক্কালনা অ্যাপে আবেদন করতে হবে বলে সৌদির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সেদেশের সংবাদপত্র ওকাজ। সৌদি প্রেস এজেন্সি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডাটা ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কর্তৃপক্ষের সহযোগিতায় হজ ও ওমরা মন্ত্রণালয় এমন একটি সেবা চালুর ঘোষণা দিয়েছে, যাতে আবেদন করে বিদেশিরা ওমরা ও মক্কা-মদিনায় নামাজ আদায়ের অনুমতি চাইতে পারবেন।
আরও পড়ুন
বেনাপোল বন্দর দিয়ে দুই দিনে ভারতে গেল ১১৮ টন ইলিশ
তীব্র শিক্ষক সঙ্কট নিয়েই চলছে সরকারি মেডিকেল কলেজগুলো
শিরোপা জিতে বিপাকে ‘মিস পাকিস্তান’