September 26, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 31st, 2021, 7:17 pm

উষ্ণতা ছড়াচ্ছেন শ্রাবন্তী পুত্রের প্রেমিকা

অনলাইন ডেস্ক:

কিছু দিন আগে অবসর যাপনের জন্য প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে মালদ্বীপ গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তার সঙ্গে ছিলেন পুত্র অভিমন্যু ও তার প্রেমিকা দামিনি ঘোষ। এ নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল টলিপাড়ায়। মালদ্বীপে থাকাকালীন শ্রাবন্তী বিভিন্ন লুকেশনে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। তবে অভিমন্যুর প্রেমিকাকে তেমন কোনো ছবি পোস্ট করতে দেখা যায়নি। অবশেষে নিজের দু’টি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন দামিনি। প্রকাশিত ছবির প্রথমটিতে দেখা যায়Ñহলুদ রঙের জামা পরে সাগর পাড়ে বসে আছেন দামিনি। পরের ছবিতে বিকিনি টপ, হট প্যান্ট এবং খোলা চুলে নেটমাধ্যমে উষ্ণতা ছড়াচ্ছেন তিনি। শ্রাবন্তী পুত্রের প্রেমিকার এই সাজে মুগ্ধ নেটিজেনরাও। এ ছবির মন্তব্য বক্সে চোখ রাখলে তা বুঝতে অসুবিধা হয় না। দামিনি ঘোষের সঙ্গে দীর্ঘ চার বছর ধরে প্রেম করছেন অভিমন্যু। চলতি বছরের জানুয়ারিতে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানান তিনি। এ ঘোষণার পর শ্রাবন্তী চ্যাটার্জি ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেছিলেনÑ‘আমি জানি মেয়েটি ঝিনুকের (অভিমন্যু) বান্ধবী। এই বয়সে তো এ রকম হবেই।’