September 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 13th, 2022, 7:38 pm

এএইচএফ কাপ: ৫০ লাখ টাকা পেল জাতীয় হকি দল

অনলাইন ডেস্ক :

আসন্ন এএইচএফ কাপ পুরুষ হকি টুর্নামেন্টের জন্য পঞ্চাশ লাখ টাকা স্পন্সরশিপ পেয়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। রোববার দুপুরে মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে স্পন্সর কোম্পানি ‘দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড’এর সঙ্গে বাংলাদেশ হকি ফেডারশনের চুক্তি সাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ হকি ফেডারেশনের নিকট পঞ্চাশ লাখ টাকার চেক হস্তান্তর করে স্পন্সরশিপ কোম্পানি। চুক্তি সাক্ষরিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান, দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন (অব:) মোঃ আবু জাফর চৌধুরী এবং হকি ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দরা। আগামী ১-৮ মার্চ ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে এএইচএফ কাপ পুরুষ হকি টুর্নামেন্ট। ইতোমধ্যে এই টুর্নামেন্টের জন্য ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে হকি ফেডারেশন। রোববার থেকে খেলোয়াড়রা মওলানা হকি স্টেডিয়ামে রিপোর্ট করবেন। আগামীকাল (সোমবার) করোনা টেস্টের পর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) মালয়েশিয়ান কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তির অধীনে আবাসিক ক্যাম্প শুরু করবে জাতীয় দল।