অনলাইন ডেস্ক :
একজন টেস্ট ইতিহাসের সফলতম পেসার, অন্যজন উঠতি তারকা। কাউন্টি ক্রিকেট ভিন্ন দেশের এই দুজনকে একই দলে খেলার সুযোগ করে দিল। এবারের ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ারে খেলবেন পাকিস্তানের পেসার হাসান আলী। একই দলে খেলে থাকেন ইংলিশ পেস লিজেন্ড জেমস অ্যান্ডারসন। এমন সুযোগ পেয়ে তর সইছে না হাসানের। অ্যান্ডারসনের কাছ থেকে সুইং শিখে আরো ভয়ংকর হয়ে উঠতে চান পাকিস্তানি পেসার। এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে ছয় সপ্তাহের জন্য ল্যাঙ্কাশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন হাসান। অন্যদিকে এই ক্লাবের হয়ে ২০ বছর পূর্ণ হতে যাচ্ছে জিমির। টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ৬৪০ উইকেট শিকারি অ্যান্ডারসনের সঙ্গে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হাসান বলেন, ‘সুযোগটি দেওয়ার জন্য ল্যাঙ্কাশায়ার ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই। বিশেষ করে জিমি ভাই আছেন আমাদের, জিমি অ্যান্ডারসন। আমি তাই খুবই খুশি ও রোমাঞ্চিত। ‘তিনি আরো বলেছেন, ‘সত্যি বলতে, আগে কখনোই তার সঙ্গে কথা হয়নি। তবে এখন তাকে অনেক অনেক প্রশ্ন করতে চাই। তাকে প্রচুর বিরক্ত করব আমি (হাসি)। আমরা জানি, তিনি গ্রেট বোলার, দুই দিকে বল সুইং করাতে পারেন। তার কাছ থেকে শিখতে চাই, কিভাবে বল দুই দিকে সুইং করান তিনি, বিশেষ করে ক্রস-সিম ডেলিভারিতে। এটা আমি শিখতে চাই। ছোট্টবেলা থেকেই সত্যি বলতে আমরা কাউন্টি ক্রিকেটের কথা শুনে আসছি। কাউন্টিতে একসময় খেলা কিংবদন্তি ওয়াসিম আকরামও আমাকে উৎসাহ দিয়েছেন। ‘
আরও পড়ুন
দ্বিতীয় টেস্টে নাঈমের খেলা নিয়ে সংশয়
বক্সিংয়ে নেপালের প্রতিযোগীকে হারিয়ে সেরা বাংলাদেশ
তাহলে কী ঢাকা টেস্টে ফিরছেন মুস্তাফিজ?