September 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 25th, 2021, 9:31 pm

একটু বৃষ্টিতেই চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি :

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে অল্প বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিম্নাঞ্চলীয় এলাকা প্লাবিত হয়েছে। বুধবার (২৫ আগষ্ট) সকালে বন্দরনগরীর হালিশহর, আগ্রাবাদ, মুরাদপুর, ২ নম্বর গেট, বাকলিয়া ও চান্দগাঁওসহ বিভিন্ন এলাকার কোথাও হাঁটু আবার কোথাও কোমর পরিমাণ পানিতে তলিয়ে যেতে দেখা যায়। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রামে বুধবার (২৫ আগষ্ট) সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম আবহাওয়া অফিসের কর্মকর্তা ও আবহাওয়াবিদ শেখ ফরিদ বলেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টিপাতে নগরীর নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হওয়ায় দৈনন্দিন প্রয়োজনে বের হওয়া নগরবাসী চরম ভোগান্তিতে পড়েছেন। প্লাবিত বিভিন্ন এলাকার দোকানপাট সকাল থেকেই বন্ধ রয়েছে। নগরীর মুরাদপুরের দোকানি জমির উদ্দিন বলেন, সড়কের পাশে আমার দোকান। সামান্য বৃষ্টি হলেই এখানে পানি ওঠে। তখন আমাদের দোকান বন্ধ রাখতে হয়। আজও (বুধবার, ২৫ আগষ্ট) সকাল থেকে দোকান বন্ধ রাখতে হয়েছে। বেসরকারি ব্যাংক কর্মকর্তা মো. এহেসান বলেন, বহদ্দারহাট বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়েছি। সড়কে কোথাও হাঁটু আবার কোথাও কোমর পরিমাণ পানি। অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশায় করে অফিসে যাচ্ছি। সামান্য বৃষ্টি হলেই নগরীর বেশিরভাগ এলাকায় পানিতে তলিয়ে যাচ্ছে। কবে এ সমস্যা সমাধান হবে জানি না।