October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 22nd, 2021, 8:20 pm

একদিনেই চুয়াডাঙ্গায় ৫ থানার ওসি রদবদল

ফাইল ছবি

জেলা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় একদিনেই পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) পুলিশের এসব কর্মকর্তারা নতুন কর্মস্থলে যোগ দেবেন। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের এক অফিস আদেশে এই রদবদল করা হয়। যাদের রদবদল করা হয় তারা হলেন- জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে আলমডাঙ্গা থানায়, দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল খালেককে জীবননগর থানায়, চুয়াডাঙ্গা কোর্ট পুলিশ পরিদর্শক ফেরদৌস ওয়াহিদকে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোহাম্মদ মহসীনকে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি লুৎফুল কবিরকে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে বদলি করা হয়।