October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 5th, 2021, 9:11 pm

একদিনে আরও ২১৮ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২০৮ জন ঢাকায় ও বাইরের হাসপাতালে ১০ জন ভর্তি হন। এ নিয়ে দেশের হাসপাতালগুলোতে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৫ জন। রাজধানী ঢাকায় ২০৮ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ৬৩ ও বেসরকারি হাসপাতালে ১৪৫ জন ভর্তি হন। হাসপাতালে মোট ভর্তি রোগীর মধ্যে ঢাকার হাসপাতালে এক হাজার ১২ ও বাইরের হাসপাতালে ৪৩ জন ভর্তি। এছাড়া চলতি মৌসুমে ডেঙ্গু সন্দেহে মৃত ১০ জনের তথ্য পর্যালোচনা করার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো মৃত্যু নিশ্চিত করেনি পর্যালোচন কমিটির সদস্যরা। বৃহস্পতিবার (৫ আগষ্ট) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার (৫ আগষ্ট) রাজধানীসহ সারাদেশে মোট তিন হাজার ৯০১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৮৩৬ জন রোগী। চলতি বছরের জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়, মার্চে ১৩, এপ্রিলে তিন, মেতে ৪৩, জুনে ২৭২, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন ছাড়াও ৫ আগস্ট এক হাজার ২৪৩ জন রোগী ভর্তি হন।