অনলাইন ডেস্ক :
বিশ্ব করোনায় ৭৬৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যু সংখ্যা ৬৩ লাখ ৪০ হাজার ছাড়াল। আগের দিন শনিবার মৃতের সংখ্যা ছিল ৬৩ লাখ ৩৯ হাজার ৪৬৮ জন।
বৈশ্বিক ডাটা অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি ৪০ লাখ ৫৫ হাজার ২৪৩ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ লাখ ৪০ হাজার ২৩৪ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৭৯ লাখ ৮১ হাজার ৫৬৮ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৩৮ হাজার ২৮৯ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩২ লাখ ৯৬ হাজার ৬৯২ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৮৫৫ জনে।
আরও পড়ুন
কিভাবে যাব সেতু দিয়ে ?
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিট সচল, গ্রিডে যোগ হচ্ছে ২৮৫ মেগাওয়াট
মন্ত্রণালয় পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে পলিসি সহায়তা দেবে: রিজওয়ানা হাসান