অনলাইন ডেস্ক :
বিশ্বের বিভিন্ন অংশে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে ২৪ ঘণ্টায় করোনায় দুই হাজার ৭৪৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যু সংখ্যা ৬৪ লাখ ৩৩ হাজার ছাড়াল। আগের দিন শুক্রবার মৃতের সংখ্যা ছিল ৬৪ লাখ ৩১ হাজার ৬১ জন।
বৈশ্বিক ডাটা অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৮ কোটি ৭৫ লাখ ৯৪ হাজার ৮৬৫ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৪ লাখ ৩৩ হাজার ৮০৯ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৩৮ লাখ ৬৬ হাজার ৬৪১ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৫৮ হাজার ৬৩৭ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪১ লাখ সাত হাজার ৫৮৮ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৬ হাজার ৬০০ জনে।
আরও পড়ুন
সুপার টাইফুন ইয়াগির আঘাতে চীনে ২ জনের মৃত্যু
ঐক্য অটুট রাখতে শরিকদের সঙ্গে বিএনপির সংলাপ শুরু
খুলনায় নিয়ন্ত্রণের বাইরে কাঁচাবাজার, নেই মনিটরিং