November 2, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 31st, 2022, 7:54 pm

একদিনে বিশ্বে করোনায় ৯৬৫ মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

একদিনে বিশ্ব করোনায় ৯৬৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যু সংখ্যা ৬৩ লাখ ১১ হাজার ছাড়াল। আগের দিন সোমবার মৃতের সংখ্যা ছিল ৬৩ লাখ ১০ হাজার ৯১৫।

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৩ কোটি ২০ লাখ তিন হাজার ৮১৯ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ লাখ ১১ হাজার ৮৮০ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৫৭ লাখ ৩০ হাজার ৫৯৭ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৩১ হাজার ২৮৬ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩১ লাখ ৫৮ হাজার ৫৮২ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৬১১ জনে।