October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 15th, 2022, 8:00 pm

একনজরে মুস্তাফিজদের দিল্লি স্কোয়াড

অনলাইন ডেস্ক :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম শেষ হয়েছে গত রোববার রাতেই। এই নিলাম থেকে স্কোয়াড গুছিয়ে নিয়েছে আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে কেউ দলে না ভেড়ালেও মুস্তাফিজুর রহমানকে কিনেছে দিল্লি ক্যাপিটালস। এবারের নিলামে বিক্রি হয়েছেন মোট ২০৪ জন ক্রিকেটার। দিল্লি দল মুস্তাফিজের পাশাপাশি দলে টেনেছে ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, লুঙ্গি এনগিদি ও টিম সেইফার্টের মতো তারকাদের। এ ছাড়া দলটিতে আগে থেকেই রয়েছেন অ্যানরিখ নরকিয়া, পৃথ্বী শ ও ঋষভ পন্থের মতো তারকারা।
দিল্লি ক্যাপিটালস স্কোয়াড
নিলামে কেনা ক্রিকেটার : ডেভিড ওয়ার্নার, কমলেশ নাগারকোটি, যশ ধুল, অশ্বিন হেব্বার, চেতন সাকারিয়া, খলিল আহমেদ, কুলদিপ যাদব, মনদিপ সিং, লুঙ্গি এনগিদি, টিম সেইফার্ট, মিচেল মার্শ, মুস্তাফিজুর রহমান, সরফরাজ খান, শার্দুল ঠাকুর, শ্রীকার ভারত, ললিত যাদব, রিপল প্যাটেল, প্রাবিণ দুবে, রভম্যান পাওয়েল, ভিকি ওস্টওয়াল।
রিটেইন করা ক্রিকেটার : অ্যানরিখ নরকিয়া, অক্ষর প্যাটেল, পৃথ্বী শ, ঋষভ পন্থ।