September 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 21st, 2023, 8:22 pm

একসঙ্গে কী করছেন অর্ণব-অরিজিৎ

অনলাইন ডেস্ক :

গত মঙ্গলবারের দিনটা ঢাকাই শোবিজের জন্য উজ্জ্বল ছিল। এ দিন সন্ধ্যায় শাকিব খানের ঈদের ছবি ‘প্রিয়তমা’র নতুন একটি পোস্টার উন্মোচন করা হয়। যেটা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় অন্তর্জালে। বলা চলে, এক পোস্টারেই সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন তিনি। সাধারণ ভক্ত থেকে শুরু করে শোবিজের তারকা, সবার ফেসবুক দেয়ালে পোস্টারটি জায়গা করে নিয়েছে। সবাই যখন শাকিবে মাতোয়ারা, তখন আরও একটি বড় চমক হাজির হয় সোশ্যাল মিডিয়ায়। একফ্রেমে দেখা দেন অরিজিৎ সিং ও শায়ান চৌধুরী অর্ণব। বলা চলে, দুই বাংলার সংগীতে উজ্জ্বলতম নক্ষত্র তারা। অর্ণব দীর্ঘ দিন কলকাতায় ছিলেন। ফলে সেখানে তার বন্ধু-বান্ধবের বড় অংশ রয়েছে। আর সেখানকার শ্রোতাদের কাছে তো তার গানের জনপ্রিয়তা নিয়ে বাড়িয়ে বলা নিষ্প্রয়োজন। ‘কোক স্টুডিও বাংলা’র কাজের ব্যস্ততার ফাঁকে তিনি এখন চেনা শহর কলকাতায় অবস্থান করছেন। সেই সূত্রেই দেখা করলেন অরিজিৎ সিংয়ের সঙ্গে। যিনি এই মুহূর্তে উপমহাদেশের সবচেয়ে সফল গায়ক বটে।

ছবির সঙ্গে অর্ণব লিখলেন, ‘অবশেষে! দেখুন আমার সঙ্গে কে! এতদিন পর দেখা! ধন্যবাদ অরিজিৎ এমন অসাধারণ সময়ের জন্য। ইশ যদি আরও কিছুটা সময় তোমার সঙ্গে থাকতে পারতাম। কী মজার মজার সব খাবার!’ অর্ণবের দেওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার সন্ধ্যায় তারা সাক্ষাৎ করেছেন। আর এই সাক্ষাতকেই সবচেয়ে আনন্দদায়ক মনে হয়েছে তার। অর্ণবের ভাষ্য, ‘তোমাদের সবাইকে দেখাই তো দারুণ প্রাপ্তি। আর হ্যাঁ, তোমাকে খুব শিগগিরই গান পাঠাচ্ছি। ভালোবাসি তোমাকে।’ শেষ লাইনেই চমকের আভাসটা দিলেন অর্ণব। যা থেকে অনুমান করা যায়, তার সুরে অচিরেই অরিজিতের ভরাট কণ্ঠ বসতে চলেছে। তবে সেটা কি হালের আলোচিত ‘কোক স্টুডিও বাংলা’র জন্য? নাকি অন্য কোনো প্রজেক্টে, তা এখনও অস্পষ্ট। তবে অর্ণব-অরিজিতের সমন্বয়ে যে অনন্য কিছুই হবে, এটুকু আস্থা শ্রোতাদের মনে আছে। প্রসঙ্গত, ‘কোক স্টুডিও বাংলা’র মূল সংগীত প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন অর্ণব। এই আয়োজনের দ্বিতীয় সিজনের প্রচার চলছে বর্তমানে। ইতোমধ্যে সিজনটির সাতটি গান প্রকাশ হয়েছে।