প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও চীনের জন্য একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধান করার এখনই সময়।
তিনি বলেন, ‘বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণ করার এখনই সময় আমাদের। একসঙ্গে আমরা এক সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে পারি, যাতে লাভবান হতে পারে আমাদের দেশ ও জনগণ।’
মঙ্গলবার (৯ জুলাই) বেইজিংয়ে চায়না ওয়ার্ল্ড সামিট উইংয়ের শাংগ্রি-লা সার্কেলে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের সুযোগ বিষয়ক এক সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলনটি বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস, বিডা, বিএসইসি ও সিসিপিআইটি’র আয়োজন করে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে অংশীদারিত্ব অবারিত প্রতিশ্রুতি বহন করে, কারণ উভয় দেশই ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে।
তিনি বলেন, ‘অর্থনৈতিক অগ্রগতি, প্রযুক্তিগত অগ্রগতি ও নিরন্তর উন্নয়নের জন্য আমাদের মিলিত দৃষ্টিভঙ্গি দ্বিপক্ষীয় সম্পর্কের মূল ভিত্তি গঠন করেছে।’
তিনি চীনের ব্যবসায়ীদের বাংলাদেশ সফর, সুযোগগুলো খুঁজে দেখা ও আমাদের জনগণের উষ্ণতা ও আতিথেয়তার অভিজ্ঞতা অর্জনের জন্য উন্মুক্ত আমন্ত্রণ জানান।
তিনি বলেন, ‘আপনাদের প্রয়োজনীয় সমস্ত সমর্থন ও সহায়তা আমাদের মধ্যে পাবেন। আসুন আমরা আরও শক্তিশালী, আরও সমৃদ্ধ ও আরও সংযুক্ত বিশ্ব গড়ে তুলতে একসঙ্গে কাজ করি। এখন বাংলাদেশে বিনিয়োগের সময় এসেছে এবং আমি আত্মবিশ্বাসী যে আমাদের হাত যুক্ত হয়ে আমরা একসঙ্গে বড় কিছু অর্জন করতে পারব।’
প্রধানমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের বৃহত্তম অংশীদার, বছরের পর বছর বাণিজ্যের পরিমাণ বাড়ছে।
তবে তিনি বলেন, বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণের অপার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, ‘আমরা বাণিজ্য ভারসাম্যহীনতা দূর করতে ও আরও ন্যায়সঙ্গত বাণিজ্যিক সম্পর্ক তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ চীনে আরও পণ্য যেমন টেক্সটাইল, গার্মেন্টস, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য ও কৃষিপণ্য রপ্তানি করতে আগ্রহী।
তিনি বলেন, ‘আমরা আমাদের রপ্তানিমুখী শিল্পগুলোতে চীনা বিনিয়োগকে স্বাগত জানাই, যা আমাদের রপ্তানি ঝুড়িতে বৈচিত্র্য আনতে ও বাণিজ্য ঘাটতি হ্রাস করতে সহায়তা করবে।’
ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে শেখ হাসিনা চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশি কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগ গঠনে উৎসাহিত করেন।
তিনি আরও বলেন, ‘এই সহযোগিতা উভয় পক্ষের জন্য প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা বিকাশ ও বাজারে প্রবেশাধিকার সহজতর করবে। উদ্ভাবন ও প্রতিযোগিতার বিকাশের জন্য গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি বাংলাদেশের দক্ষ জনশক্তি ও একাডেমিক দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপনের জন্য চীনা কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানান।
তিনি বলেন, ‘আমরা আমাদের জনশক্তির দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি কর্মসূচিতে চীনের সমর্থন চাই। উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়াতে উন্নত প্রযুক্তি গ্রহণে আগ্রহী বাংলাদেশ।’
তিনি আরও বলেন, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট ম্যানুফ্যাকচারিংয়ের মতো ক্ষেত্রে চীনা বিশেষজ্ঞ বিনিময়কে বাংলাদেশ স্বাগত জানায়।
প্রধানমন্ত্রী চীনের ব্যবসায়ীদের বাংলাদেশের মূল খাতগুলো বিবেচনার জন্য উৎসাহিত করেন এবং অবকাঠামো, জ্বালানি ও লজিস্টিক খাতে বিনিয়োগকে স্বাগত জানান।
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, নবায়নযোগ্য জ্বালানিসহ জ্বালানি খাতে চীনা বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।’
তিনি উল্লেখ করেন, জলবায়ু-সহনশীল স্মার্ট ফার্মিং চীনের সঙ্গে ‘বাই-ব্যাক’ ব্যবস্থার মাধ্যমে কৃষি-প্রক্রিয়াজাতকরণ শিল্পে সহযোগিতার সুযোগ উন্মুক্ত করে।
তিনি বলেন, ‘আমরা ৩টি বিশেষ পর্যটন অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা করছি, যেখানে চীন রিয়েল এস্টেট ও আতিথেয়তা খাতে বিনিয়োগ করতে পারে।’
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আমাদের পুঁজিবাজারের উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করছে উল্লেখ করে তিনি চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে পোর্টফোলিও বিনিয়োগ অন্বেষণের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিদেশি বিনিয়োগকারীদের কাছে সেগুলোকে আরও আকর্ষণীয় করে তোলাই হচ্ছে উদ্দেশ্য। আমরা একটি শক্তিশালী বন্ড মার্কেট গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। আমরা ‘ডেরিভেটিভ’ পণ্য প্রবর্তনের প্রান্তে রয়েছি, যা আমাদের আর্থিক বাজারকে আরও বৈচিত্র্যময় ও প্রশস্ত করবে।’
চীনে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে থাকা শেখ হাসিনা বলেন, যেহেতু বাংলাদেশ উন্মুক্ত হস্তে ডিজিটাল যুগে প্রবেশ করছে, তাই সরকার আইসিটি খাতের প্রবৃদ্ধিকে সক্রিয়ভাবে প্রচার করছে, স্টার্টআপদের জন্য প্রণোদনা দিচ্ছে, প্রযুক্তি পার্কগুলোতে বিনিয়োগ করছে এবং উদ্ভাবন ও উদ্যোক্তাকে উৎসাহিত করে এমন একটি ইকোসিস্টেম গড়ে তুলছে।
তিনি বলেন, ‘আমাদের তরুণ উদ্যোক্তারা বিশ্ব মঞ্চে তাদের চিহ্ন তৈরি করছে এবং আমরা আপনাকে এই উত্তেজনাপূর্ণ যাত্রার অংশ হতে আমন্ত্রণ জানাচ্ছি।’
তিনি বলেন, টেকসই উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন এজেন্ডার কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং সরকার বিশ্বাস করে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশগত টেকসই উন্নয়ন আন্তঃসংযুক্ত।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নবায়নযোগ্য শক্তি, বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজ প্রযুক্তির অসংখ্য সুযোগ প্রদান করি।’
তিনি বলেন, বিনিয়োগকারী হিসেবে আপনারা আবিষ্কার করবেন- বাংলাদেশ আপনাদের ব্যবসা পরিচালনাকে লাভজনক করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, ‘একই সঙ্গে পরিবেশগতভাবে দায়বদ্ধ ও টেকসই হওয়া।’
তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা ও পারস্পরিক সমর্থনের দীর্ঘ ঐতিহ্য রয়েছে।
তিনি আরও বলেন, ‘চীন আমাদের অবকাঠামো প্রকল্প, প্রযুক্তিগত অগ্রগতি ও আমাদের অর্থনীতির সামগ্রিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ খুব অল্প কয়েকটি অর্থনীতির মধ্যে একটি যা মহামারি চলাকালীন প্রবৃদ্ধি অব্যাহত রেখেছে এবং দেশটি এখন ২০২৬ সালে জাতিসংঘের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে।
তিনি বলেন, ‘এই রূপান্তর বাংলাদেশের স্থিতিস্থাপকতা ও চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা প্রদর্শন করে।’
তিনি বলেন, গত দেড় দশকে বাংলাদেশ স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে, যা গড়ে ৬ দশমিক ৭ শতাংশ।
তিনি বলেন, ‘দেশটির অর্থনীতি ২০০৯ সালে ১০২ বিলিয়ন মার্কিন ডলার থেকে ২০২৩ সালে ৪৬০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি প্রসারিত হয়েছে।’
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম উদার বিনিয়োগ নীতি প্রদান করছে এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিদেশি বিনিয়োগকারীদের এক ছাদের নিচে বেশ কয়েকটি সেবা প্রদান করছে।
তিনি আরও বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নের প্রতি আমাদের অঙ্গীকারের অংশ হিসেবে আমরা ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছি, প্রতিটি অত্যাধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত।’
শেখ হাসিনা বলেন, ‘অংশীদার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে আমরা ৫টি দেশ নির্দিষ্ট অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি।’
তিনি আরও বলেন, ‘তাছাড়া ব্যবসা সহজীকরণ বাড়াতে সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ হাতে নিয়েছে। সরকার আরও ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরি করতে এবং বিনিয়োগকারীদের জন্য একটি সুরক্ষিত ও অনুমানযোগ্য পরিবেশ সরবরাহ করতে একাধিক সংস্কার শুরু করেছে।’
—–ইউএনবি
আরও পড়ুন
নতুন এমডি নিয়োগের প্রতিবাদে পেট্রোবাংলার কার্যালয়ে ভাঙচুর
বিজিএমইএ’র প্রচেষ্টার পরও আশুলিয়ায় ৪০টি পোশাক কারখানা বন্ধ
টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে ৬৫, নিখোঁজ ৩৯