November 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 27th, 2022, 1:27 pm

একুশে বইমেলা চলবে ১৭ মার্চ পর্যন্ত: প্রতিমন্ত্রী

ফাইল ছবি

চলমান অমর একুশে বইমেলার মেয়াদ ১৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, প্রকাশক ও লেখকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলার মেয়াদ বাড়ানোর অনুমোদন দিয়েছেন বলে জানান তিনি।

তিনি বলেন,‘স্বাস্থ্যবিধি মেনে বইমেলা চলতে আমরা মনিটরিং করছি। এবার বইমেলার জনসমাগম অনেক বেশি।’

এর আগে ৯ ফেব্রুয়ারি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি হলে সরকার ২০২২ সালের একুশে বইমেলার সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করবে।

গত ১৫ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা ২০২২ শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ারি যোগ দিয়ে বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলা ২০২২ উদ্বোধন করেন।

এবারের মেলা বসছে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও এর পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যানে।

বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে জীবন উৎসর্গকারী আটজনের আত্মত্যাগের স্মরণে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বইমেলার আয়োজন করা হয়।

—ইউএনবি