অনলাইন ডেস্ক :
এবারের ঈদে দেশের সিনেমা হলে ৫ টি সিনেমা মুক্তি পেয়েছে। ঈদের দ্বিতীয় সপ্তাহে এসেও দেশের মাল্টিপ্লেক্স ও সিনেমা হলগুলোতে সিনেমাগুলো দাপটের সঙ্গে চলছে। দেশে হিন্দি সিনেমা মুক্তি পাচ্ছে, মাল্টিপ্লেক্সগুলোতে নিয়মিত মুক্তি পায় হলিউডের সিনেমা। এসব সিনেমাকে সরিয়ে বাংলা সিনেমায় দর্শকের বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। এতে আসন্ন সময়ে বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে ইতিবাচক সম্ভাবনা দেখা দিয়েছে বলে মনে করছেন দেশীয় চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তবে এই সিনেমা সংশ্লিষ্টদের কর্মকা-ে কিছুটা আহত হয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ফারুকীর মত, যখন এই অ্যাচিভমেন্ট সেল্ব্রেট করার কথা তখন একে অন্যকে টেনে নামানোর চেষ্টা করছে। নিজের ফেসবুক হ্যান্ডেলে এমন অভিমত প্রকাশ করে ফারুকী এই টানাটানি দেশীয় রাজনীর পর্যায়ে সিনেমাকে নামিয়ের নিয়ে আসছে।’ আলোচিত নির্মাতা বলেন, ‘এবারের ঈদে মানুষ হলে গেছে, তিনটা ছবি নিয়ে কথাবার্তা হয়েছে। কারো হয়তো এটা ভালো লেগেছে, কারো লাগে নাই।
কারো ঐটা ভালো লেগেছে, অন্যজনের সেটা লাগে নাই। কিন্তু এই যে মানুষ হলে যাচ্ছে- এই জিনিসটা সেলিব্রেট করার কথা ছিল। কিন্তু সেখানে পুরা জিনিসটাই এবার মোটামুটি আমরা আমাদের জাতীয় রাজনীতির পর্যায়ে নামাইয়া নিয়া আসছি। খুবই দুঃখজনক ছিলো ব্যাপারটা।’ ফারুকী বলেন,‘নিজের সাফল্য সেলিব্রেশনের পরিবর্তে আমরা দেখলাম অন্যকে টেনে নামানোর প্রাণান্ত চেষ্টা! এটা যে এবারই শুরু হয়েছে তা না! বেশ কয়েক বছর ধরে দেখছি ওটিটি কেন্দ্রিক ক্যাম্পেইনের সময়ও এরকম হচ্ছে! একটা সংঘবদ্ধ প্রচেষ্টা চলে অন্যান্যের খারিজ করে শুধু আমি বা আমারটাই সেরা প্রমাণ করতে! আমাদের জাতীয় রাজনীতিতে যেমন শত ফুল ফুটতে দেয়ার নিয়ম নাই, সিনেমা-ওটিটিতেও যদি আমরা এটা আমদানি করে ফেলি, এর চেয়ে দুঃখের কিছু থাকবেনা।’ সিনেমা সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, ‘মনে রেখো, ভাই ও বোনেরা, শুধু আমরা আর মামারা মিলে একটা ইন্ডাস্ট্রি হবে না। সবাই মিলেই সেটা হবে। নিজের পাশে অন্যকে দাঁড়াবার জায়গাটা দিতে হবে।’
আরও পড়ুন
তিন সিনেমা মুক্তির অপেক্ষায় তুষি
ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা
নারী নিরপত্তায় কড়া পদক্ষেপ চান: রুক্মিণী