October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 20th, 2022, 7:51 pm

‘এক্সকিউজ মি’ সিনেমায় রোশান-ভাবনা

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো এক হচ্ছেন নির্মাতা রায়হান খান, চিত্রনায়ক রোশান আর অভিনেত্রী ভাবনা। ‘এক্সকিউজ মি’ সিনেমার জন্যই এক হচ্ছেন তারা। আজ বুধবার মহরতের মাধ্যমে ঘোষণা আসবে নতুন সিনেমাটির। এক্সকিউজ মি’ সিনেমায় জুটিবদ্ধ হচ্ছেন জিয়াউল রোশান ও আশনা হাবিব ভাবনা। লাইট-ক্যামেরার সামনে প্রথমবার জুটি হয়ে আসছেন তারা। এরইমধ্যে চুক্তিপত্রে সই করেছেন তারা। গল্পের কারণে এ সিনেমায় কাজ করতে রাজি হয়েছেন রোশান-ভাবনা। রোশান জানান, গল্পটি দারুণ। রায়হান খানের কাজের প্রশংসা শুনেছি। ভাবনার সঙ্গে আগেও কাজ করার কথা ছিল কিন্তু ব্যাটে-বলে না হওয়ায় হয়নি। এবার সেই সুযোগ হচ্ছে। আশা করছি, দর্শক ভালো কিছু পাবে। নির্মাতা রায়হান খানের সঙ্গে আগেও কাজ করেছেন ভাবনা। সেই অভিজ্ঞতা থেকে সিনেমাটি দারুণ কিছু হবে বলেই বিশ্বাস করেন এ অভিনেত্রী। কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী বলেন, ওঁর সঙ্গে যখন নাটকে কাজ করতাম তখন থেকেই বলতেন, ভাবনা তোকে নিয়ে আমি সিনেমা বানাব। ফাইনালি উনি আমাকে নিয়ে কাজ করতে যাচ্ছেন- এটা আমার জন্য অনেক সম্মানের। আমি কৃতজ্ঞ রায়হান খানের প্রতি, তিনি আমাকে বলেছেন এবং সেটা বলাতেই সীমাবদ্ধ থাকেনি। সিনেমাটি প্রসঙ্গে রায়হান খান বলেন, শক্তিশালী গল্প। এই গল্প সুন্দরভাবে উপস্থাপন করতে পারলেই আমার সার্থকতা। প্রথমদিকে গল্প একরকম ছিল, পরে কিছুটা পরিবর্তন করেছি। অভিনয়শিল্পীও সেভাবে নিয়েছি। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় রোশানের অভিনয় দেখে তার দিকে নজর পড়ে রায়হান খানের। ভাবনার সঙ্গে রোশানকে মানাবে ভালো। এই চিন্তা থেকেই তাদের কাস্টিং করা। এমনটাও জানালেন নির্মাতা। সবকিছু ঠিক থাকলে নতুন বছরে শুরু হবে এ সিনেমার শুটিং। আরও কারা অভিনয় করছেন- সেটি জানানো হবে মহরত অনুষ্ঠানে।