October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 21st, 2023, 8:22 pm

এক্স-৩৬০ ফাইট নাইট-ব্যাক টু প্যাভিলিয়ন অনুষ্ঠিত হবে শনিবার

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির আয়োজনে বাংলাদেশ-ভারত প্রফেশনাল বক্সিং ইভেন্ট ”এক্স-৩৬০ ফাইট নাইট-ব্যাক টু প্যাভিলিয়ন” আগামী ২৩ সেপ্টেম্বর, শনিবার বেলা তিনটায় যমুনা ফিউচার পার্কের ইষ্ট কোর্টে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য প্রবীন ক্রীড়া সংগঠক মোজাফফর হোসের পল্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বক্সিং কাউন্সিল এর ওয়ার্ল্ড জেনারেল সেক্রেটারী (সাউথ আমেরিকা) মো: আসাদুজ্জামান।

১০ রাউন্ডের প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য ইতোমধ্যে ভারতীয় বক্সাররা ঢাকায় পৌছেছেন। প্রতিযোগিতা উপলক্ষে বৃহম্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে জহুর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয়। বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বক্সিং কাউন্সিল এর ওয়ার্ল্ড জেনারেল সেক্রেটারী (সাউথ আমেরিকা) মো: আসাদুজ্জামান এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলাদেশ বুত্থান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ম্যাক ইউরি, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফেরামের সভাপতি কবীর চৌধুরি তন্ময় এবং অস্ট্রেলিয়া বক্সিং কাউন্সিলের প্রমোটার মাইক আল্টামুরা।

মো; আসাদুজ্জামান বলেন, দেশে বর্তমানে প্রায় ছয় শতাধিক প্রফেশনাল বক্সার আছেন ,যাদের মেধা ও যোগ্যতা আছে। সরকারী সহযোগিতা পেলে তাদের মধ্য থেকে ২০২৪ সালেই বিশ্বমানের প্রফেশানল বক্সার পাওয়া যবে। বিশ্বখ্যাত প্রফেশনাল বক্সার মাইক টাইসনকে বাংলাদেশে আনার ব্যপারে সব ধরনের কার্যক্রম নেয়া হয়েছে। মাইক আল্টামুরা জানান বাংলাদেশ-অস্ট্রেলিয়া বক্সিং কমিউনিটির অধীনে বাংলাদেশের বক্সিংয়ের উন্নয়নে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।