September 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 10th, 2022, 8:02 pm

এক কোটি শিক্ষার্থীকে বিনামূল্যে পোশাক দেবে পশ্চিমবঙ্গ সরকার

অনলাইন ডেস্ক :

অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খোলার পর ধীর গতিতে হলেও ছন্দে ফিরতে শুরু করেছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা। তাই এবার রাজ্যের প্রায় এক কোটি শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুলের পোশাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল সরকার। আগামী এপ্রিলের মধ্যে প্রায় এক কোটি শিক্ষার্থীকে দুই কোটি স্কুলের পোশাক দেওয়ার কথা রয়েছে। প্রতি বছরই সরকারি ও সরকার অনুমোদিত স্কুলের প্রথম থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্কুলের পোশাক দেয় মমতা ব্যানার্জীর সরকার। জানা গেছে, প্রত্যেক শিক্ষার্থীকে দুইটি করে পোশাক দেওয়া হবে। আপাতত গ্রামীণ এলাকা ও শহরতলির বেশ কিছু স্কুলে কতজন শিক্ষার্থীর কী মাপের পোশাক লাগবে, সেই তথ্য তৈরি করা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় এক কোটি ছাত্রছাত্রীর নাম নথিভুক্ত হয়েছে। কিন্তু এত কম সময়ে কীভাবে বিপুল সংখ্যক শিক্ষার্থীকে পোশাক দেওয়া সম্ভব তা নিয়েও চিন্তায় রয়েছে প্রশাসন। তাই এবার স্বনির্ভর গোষ্ঠীর পাশাপাশি এমএসএমই ক্লাস্টারকেও পোশাক সেলাইয়ের কাজে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজের জন্য চিহ্নিত করা হয় ৬০ হাজার ৩০৫টি স্বনির্ভর গোষ্ঠীকে। এক নির্দেশে বলা হয়, স্বনির্ভর গোষ্ঠীর পাশাপাশি এমএসএমই ক্লাস্টারের সদস্যদেরও এই কাজে যুক্ত করতে হবে। এই ক্লাস্টারের সদস্যরা সারা বছর পোশাক তৈরির কাজই করে থাকেন। তাদের যুক্ত করা গেলে আরও দ্রুত কাজ শেষ করা যাবে বলে মনে করছে প্রশাসন। প্রশাসনিক এক কর্মকর্তা জানান, স্কুলের শিক্ষার্থীদের পোশাক সরকার তৈরি করায় বেড়েছে কর্মসংস্থানের সুযোগও। কলকাতা জেলার স্কুলগুলোতে কতজন শিক্ষার্থীর পোশাক লাগবে, সেই তথ্য দ্রুত দিতে বলা হয়েছে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির দায়িত্বপ্রাপ্তদের। কলকাতার স্কুলগুলোতে পোশাক সেলাইয়ের দায়িত্ব দেওয়া হবে মূলত সুডার অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের।