অনলাইন ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর এখন শেষের পথে। ইতোমধ্যে প্রথম ফাইনালিস্ট নির্ধারিত হয়ে গেছে। বুধবারের (১৬ ফেব্রুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ারে পাওয়া যাবে দ্বিতীয় ফাইনালিস্ট। আগামী শুক্রবার হবে শিরোপার লড়াই। ফাইনালের এক দিন আগে এর সময়সূচি এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফাইনাল ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল। তবে সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৫টায় মাঠে গড়াবে শিরোপার লড়াই। কোয়ালিফায়ারে জিতে ফাইনালে উঠে গেছে ফরচুন বরিশাল। উল্লেখ্য, গত ২১ জানুয়ারি ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচ দিয়ে শুরু হয়েছিল বিপিএলের আসর। লিগ পর্ব শেষে শীর্ষ চার দল হিসেবে প্লে-অফে জায়গা করে নেয় ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। তবে এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হেরে এবারও শিরোপা অধরা থেকে গেল খুলনা টাইগার্স অধিনায়ক মুশফিকুর রহিমের।
আরও পড়ুন
ফিলিপসের ঝড়ো ইনিংসে এগিয়ে নিউ জিল্যান্ড
আগামী জানুয়ারিতে যোগ দিচ্ছেন ব্রিটিশ কোচ
আর্জেন্টিনার গ্রুপে চিলি, ব্রাজিলের গ্রুপে কলম্বিয়া