অনলাইন ডেস্ক :
এবারের ঈদে বাংলাদেশের মাত্র ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমা ‘সুড়ঙ্গ’। সেই ছবিটিই এবারের ভারতের পশ্চিমবঙ্গেও মুক্তি পাচ্ছে। সিনেমার প্রচারণায় অংশ নিতে বুধবার কলকাতায় উড়াল দিয়েছেন নির্মাতা রায়হান রাফি, অভিনেতা আরফান নিশো ও তমা। জানা গেছে, আগামী ২৪ জুলাই প্রচারণা শেষে দেশে ফিরবেন তারা। সেখানে গিয়ে একধিক ছবি শেয়ার করেছন তারা। সেই ছবিতে এক টেবিলে নিশো-রাফিদের সঙ্গে দেখা গেছে জয়া আহসান, নির্মাতা সৃজিত মুখার্জী ও মিরাক্কেলের মীরকেও। বেশ হাস্যোজ্জ্বল মুহূর্তের এই ছবিটি সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। মনে করা হচ্ছে, শ্রী ভেঙ্কটেশ ফিল্ম (এসভিএফ) এর কার্যালয়ে এই ছবিটি তোলা হয়েছে। সিনেমা পরিবেশক ও প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্ম (এসভিএফ) জানায়, চলতি মাসের ২১ তারিখে মুক্তি পাবে সুড়ঙ্গ। পশ্চিমবঙ্গের ২৯ টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে সিনেমাটি।
আফরান নিশো বলেন, ‘বাংলাদেশে ‘সুড়ঙ্গ’ সিনেমাটি দর্শকরা গ্রহণ করেছেন। এবার কলকতার দর্শক সিনেমাটি দেখবেন। বাংলাদেশের দর্শকদের কাছ থেকে সিনেমাটির অভাবনীয় সাড়া পাবার পরও এর হলসংখ্যা বাড়ানো হয়নি। সে হিসাবে বাংলাদেশের চেয়েও সিনোমাটি বেশি হল পেয়েছে পশ্চিমবঙ্গে। দেশের মতো পশ্চিমবঙ্গে দর্শকের সঙ্গে আনন্দভাগাভাগি করবো। আফরান নিশো ও তমা মির্জা ছাড়াও সুড়ঙ্গ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক বেপারি প্রমুখ। সিনেমার একটি আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া। প্রযোজনা করেছে আলফা আই এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
আরও পড়ুন
উত্তর প্রদেশে ভবন ধস, নিহত ১০
জয় রথ ছুটে চলেছে বাঘিনীদের
অর্থসংকটে পিসিবি, বন্ধ হলো নারী ক্রিকেটারদের ভাতা