October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 10th, 2023, 7:43 pm

এক তরুণী আমার জন্য রক্ত দিয়ে নাম লিখেছিল: জায়েদ

অনলাইন ডেস্ক :

জায়েদ খান একটি ভিডিওতে বলেন, ‘সিনেমায় আসার পর পরিচিতি, মানুষের যে ভালোবাসা পেয়েছি তা বলে বোঝাতে পারব না। তবে নারী ভক্তদের পাগলামিটা একটু বেশিই ধরা পড়েছে আমার কাছে। আমি দুটি ঘটনা বলতে চাচ্ছি, একটি হচ্ছে আমার এক ভক্ত (তরুণী) তিনি আমাকে মেসেজ পাঠাতেন যে তার সঙ্গে কথা না বললে তিনি পাবনায় মেন্টাল হাসপাতালে ভর্তি হবেন।’ জায়েদ বলেন, ‘মেসেজ পাঠানোর পর ওইদিন শুটিংয়ের ব্যস্ততার কারণে আর কথা বলা হয়নি। কিন্তু পরদিন মেসেজ দিয়ে বলছে, আমি হাসপাতালের সামনে, আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ না করেন, তাহলে আমি ভর্তি হয়ে যাব। পরে কথা বলেছি, ওর মায়ের সঙ্গেও কথা বলেছি।’ অন্য একটি ঘটনা সম্পর্কে জায়েদ খান বলেন, ‘ঢাকার সেগুনবাগিচার এক তরুণী (নাম বলব না), তিনি আমাকে নিজের হাত কেটে রক্ত বের করে আমার নাম হাতে লিখে সেটার ছবি তুলে পাঠিয়ে দিয়েছিলেন। এ ধরনের কা- ভক্তরা করতে পারবে, তা কখনো আমি বুঝতেই পারিনি।’ জায়েদ খান বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। সম্প্রতি শেষ করেছেন ‘বাহাদুরি’ সিনেমার শুটিং। এ ছাড়াও বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে এ অভিনেতার।