October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 3rd, 2023, 8:02 pm

এক সঙ্গে দুই বাংলায় ‘মায়ার জঞ্জাল’

অনলাইন ডেস্ক :

কলকাতার এক বিবাহিত মেয়ের গল্পের সিনেমা বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘মায়ার জঞ্জাল’। এ সিনেমার মাধ্যমে ১৫ বছর পর বড় পর্দার জন্য কাজ করেছেন অপি করিম। সিনেমাটি নির্মাণ করেছেন ইন্দ্রনীল রায়চৌধুরী। বাংলাদেশ ও ভারতে একযোগে মুক্তি পাচ্ছে সিনেমাটি। মুক্তি উপলক্ষে প্রচারে নেমেছে টিম। সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘মায়ার জঞ্জাল‘ সিনেমার পোস্টার। প্রকাশিত পোস্টারে অপি করিম, ঋত্বিক চক্রবর্তী, পরান বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেককে দেখা গেছে। ‘মায়ার জঞ্জাল’ সিনেমায় সোমা চরিত্রে অভিনয় করেছেন অপি করিম। বেকার স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে কলকাতায় তার সংসার। সোমার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। চীনের সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির। এরপর মস্কো, ইন্দোনেশিয়া, ইতালি, যুক্তরাজ্য, লন্ডন, ঢাকাসহ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে সিনেমাটি। আর্টহাউজ চলচ্চিত্রের বিশ্বসেরা স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘মুবি ডটকম’-এ এবার জায়গা করে নিয়েছে ‘মায়ার জঞ্জাল’। যেখানে রয়েছে জ্যঁ লুক-গদার, ফ্রান্সিস ফোর্ড কপোলা, মার্টিন স্করসেসি, কোয়েন্টিন টারান্টিনো, রোমান পোলানস্কি, ডেভিড ফিঞ্চার, ফ্রাঁসোয়া ক্রুফোর মতো খ্যাতিমান নির্মাতাদের মাস্টারপিস সিনেমা। অবিশ্বাস্য সুন্দর ও আকর্ষণীয় সিনেমার তালিকায় রাখা হয়েছে এটি। একই সঙ্গে বিভিন্ন উৎসবে ছবিটির অর্জন এবং কলাকুশলীদের তালিকা উল্লেখ রয়েছে। কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। ‘মায়ার জঞ্জাল’ সিনেমার প্রযোজক জসিম আহমেদ। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কলকাতার পরান বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী, বাংলাদেশের সোহেল মন্ডল প্রমুখ।