October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 13th, 2022, 7:51 pm

এখনও নিশ্চিন্ত নন ‘কিলার’ মিলার

অনলাইন ডেস্ক :

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ করছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। কোহলি-রোহিতহীন ভারতেকে প্রথম দুই ম্যাচে হারিয়ে দিয়েছে প্রোটিয়ারা। বাকি তিন ম্যাচের একটিতে জিতলেই সিরিজ হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার। তবে এই পরিস্থিতিতেও ভারতকে নিয়ে এখনো নিশ্চিন্ত হতে পারছেন না ‘কিলার’ মিলার। গতকাল ভারতকে চার উইকেটে হারানেরা পর মিলার বলেন, ‘এই পিচে এমন জয় দারুণ আনন্দের। ভারত ভালো বোলিং করেছে। ক্লাসেন দুর্দান্ত ব্যাট করেছে। উইকেট হাতে রাখা নিয়ে ভাবলে চলবে না। নিজের খেলাটা খেলতে হবে। এমন পিচে কখন ফ্রন্ট-ফুটে খেলব, কখন ব্যাক-ফুটে খেলব বোঝা মুশকিল। উইকেট নিয়ে বেশি ভাবলে চলবে না। আমাকে ছয় নম্বরে পাঠানোটা কোচ এবং অধিনায়কের সিদ্ধান্ত। শেষ দশ ওভারের জন্য আমাকে ধরে রাখতে চেয়েছিলেন উনারা। ’ভারতকে নিয়ে সতর্ক মিলার বলেন, ‘ভারতে জেতা খুব কঠিন। আমাদের এখনো অনেক পরিশ্রম করতে হবে। নিজেদের শক্তি ধীরে ধীরে আরো বাড়াতে হবে। আমরা সঠিক পথে আছি, কিন্তু আরো অনেক কাজ বাকি। ’উল্লেখ্য যে, দুদলের মধ্যকার তৃতীয় ম্যাচ মঙ্গলবার বিশখাপত্তনমে অনুষ্ঠিত হবে।