October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 15th, 2023, 7:30 pm

এখন সংলাপের আর সুযোগ নেই: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যেহেতু নির্বাচন কমিশন যেকোনো সময় তফসিল ঘোষণা করবে, তাই এখন সংলাপের আর সুযোগ নেই।

তিনি বলেন, ‘বিএনপিকে আমরা অনেক আগে থেকেই বলে আসছি, শর্ত ছাড়া সংলাপে আসলে তখন আমরা বিবেচনা করব। কিন্তু, এখন আর সেই সুযোগ নেই।’

বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমরা ডোনাল্ড লু (দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি) থেকে একটি চিঠি পেয়েছি। রাষ্ট্রদূত পিটার হাস আজ সকালে আমাদের চিঠি দিতে এসেছিলেন। চিঠি পেয়েছি। এখন দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে আলোচনা শেষে এ ব্যাপারে কথা বলতে পারব।’

তিনি আরও বলেন, ‘এক পৃষ্ঠার একটি চিঠি আমি পড়েছি। তাতে লেখা আছে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার বিষয়টি।’

এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা সংলাপ এড়াতে পারে না। ইসি নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে, তাই এখন সংলাপের সুযোগ নেই।’

নির্বাচন কমিশন (ইসি) বলেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আজ (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

ইসি সচিব জাহাঙ্গীর আলম আজ সকালে সাংবাদিকদের জানান, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সন্ধ্যায় সিইসির ভাষণ সম্প্রচার করবে।

—-ইউএনবি