October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 19th, 2023, 6:31 pm

‘এখানে নোঙর’ ওয়েব ফিল্মে স্পর্শিয়া

অনলাইন ডেস্ক :

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ‘এখানে নোঙর’ শিরোনামের নতুন একটি ওয়েব ফিল্মে কাজ শুরু করেছেন। এখানে তাঁকে দেখা যাবে জাহাজের সারেংয়ের প্রেমিকার চরিত্রে। সারেং চরিত্রে অভিনয় করছেন আদর আজাদ। পরিচালনা করছেন মেহেদী রনি। এই কাজ প্রসঙ্গে স্পর্শিয়ার ভাষ্য বলেন, ‘আমি বরাবরই গল্পের প্রতি মনোযোগি। যে গল্প আমাকে টানে, অভিনয় করার জায়গা থাকে সেটাতেই অভিনয় করি। সেটা ছোট চরিত্র হলেও আপত্তি নেই। এর গল্পটি ভালো।’ আরটিভি প্লাসের ব্যানারে গত ১৫ জানুয়ারি থেকে ঢাকার আমিনবাজার ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানে শুরু হয়েছে এই ওয়েব ফিল্মের শুটিং। বেশ কিছু অংশের দৃশ্যধারণ করা হবে বরিশাল জেলার কাউখালীতে। ফিল্মের অন্যান্য চরিত্রে আছেন ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদসহ অনেকে।