December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 30th, 2023, 8:49 pm

এপ্রিলের শেষে তুষারপাত কাশ্মীর, হিমাচল, উত্তরাখন্ডে

অনলাইন ডেস্ক :

এতদিন গরমে পুড়ে যাচ্ছিল কলকাতা। এখন পুড়ছে উত্তর ও দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্য। আর কাশ্মীর, লাদাখ, উত্তরাখন্ড, হিমাচলে সমানে বরফ পড়ছে। এই এপ্রিলের শেষেও। উত্তরাখন্ডে কেদারনাথ মন্দিরের দরজা খুলে গেছে। কিন্তু যাত্রীদের সেখানে যেতে দেওয়া হচ্ছে না।

কারণ, সেখানে এখন বরফ পড়ছে। শুধু কেদারনাথেই নয়, গঙ্গোত্রী, যমুনেত্রী, বদ্রীনাথেও বরফ পড়ছে। কাশ্মীরের উঁচু এলাকায় নতুন করে বরফ পড়েছে। রাজৌরি ও পুঞ্চের মধ্যে যোগাযোগকারী রাস্তা বরফে ঢেকে গেছে। এই রাস্তা থেকে বরফ সরাবার কাজ চলছে। লাহুল-স্পিতিতে তাপমাত্রা শূন্যের নিচে চলে গেছে। মানালিতে প্রবল বৃষ্টি হয়েছে। তার ফলে তাপমাত্রা এখন দুই ডিগ্রিতে নেমেছে। রোটাং পাসের কাছে অটল টানেলে বরফ পড়ছে।

এই টানেল আপাতত বন্ধ রাখা হয়েছে।সাধারণত ডিসেম্বরে যেরকম ঠান্ডা থাকে এখন সেরকম পরিস্থিতি দেখা যাচ্ছে। কেলংয়ের তাপমাত্রা ছিল শূন্যের থেকে এক ডিগ্রি কম।বরফ পড়ার ফলে কাশ্মীর, হিমাচল ও উত্তরাখন্ডের সব জায়গাতেই ভালো ঠান্ডা পড়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এই খারাপ আবহাওয়া যতদিন থাকবে, ততদিন যেন উঁচু এলাকায় কেউ না যান। অসময়ে বরফ পড়ায় হিমাচলের আপেল চাষীরা রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সিমলায় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যের দশটি জেলায় প্রবল বৃষ্টি হতে পারে বা বরফ পড়তে পারে।বিশেষজ্ঞরা অনেকদিন ধরেই বলছেন, পরিবেশ দূষণের জন্য আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে। এখনই রাশ না টানলে অদূর ভবিষ্যতেই পরিস্থিতি খুবই খারাপ জায়গায় চলে যাবে।