November 2, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 10th, 2023, 8:21 pm

এফডিসিকে এগিয়ে নিয়ে যেতে চান নিপুণ

অনলাইন ডেস্ক :

গেল ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। সিনেমাগুলো দর্শকদের ভালোভাবেই আকৃষ্ট করেছে। বিগত সময়ের মধ্যে এবার সবচেয়ে বেশি ভিড় জমেছে হলগুলোতে। দর্শকদের মাঝে দেখা যাচ্ছে অন্য রকম উন্মাদনা। যা একপ্রকার বাংলা সিনেমার জোয়ার। আর এই জোয়ারে সামনের দিনে বিশাল আকার ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেছেন অভিনেত্রী নিপুণ আক্তার। সম্প্রতি নিপুণ বলেন, এখন কেন সিনেমা ভালো হচ্ছে। এর আগে ভালো সিনেমা হয়নি? আগেও ভালো সিনেমা হয়েছে। তবে সিনেমার ফাউন্ডেশন ভালো ছিল না, যা এখন ঠিক হয়েছে। এসবের জন্য আমরা (চলচ্চিত্র শিল্পী সমিতি) কাজ করছি। দুই বছরে সেই ভিত্তি ঠিক করেছি বলেই বাংলা সিনেমা ভালো লাগছে। সবসময় ফাউন্ডেশন ঠিক রাখতে হবে। এটা ঠিক থাকলে সিনেমার অবস্থা ভালো হবে। দুই বছরের মধ্যে আমরা এফডিসিকে একটু এগিয়ে নিয়েছি। ইনশাআল্লাহ, ২০২৪ সালের ঈদে আপনারা দেখবেন বাংলাদেশে বিশাল একটা জোয়ার বয়ে যাচ্ছে।

তবে সরকারি সাহায্যকে অনুদান বলতে নারাজ নিপুণ। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, অনুদান বলে কোনো কথা নেই। সিনেমা, সিনেমাই। কীভাবে উপস্থাপন করবেন সেটি আপনার দায়িত্ব। অনুদানে যে টাকা দেয়া হয়েছে তার চেয়ে বেশি খরচ করে অপু ‘লাল শাড়ি’ নির্মাণ করেছেন। আপনারা অনুদানের ওপর নির্ভর করবেন না। একটা গল্পের সঙ্গে সরকার অর্থ দিয়ে সহযোগিতা করছে। সেখানে কিছু দিয়ে কাজটি সুন্দর করলেই একটি ভালো সিনেমা নির্মিত হবে।